সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০

রাজশাহী ভার্সিটি অনার্স ১ম বর্ষ ২০১০-১১ ভর্তি পরিক্ষায় অংশ নিতে রেজিঃ করুন।

রাজশাহী ভার্সিটি অনার্স ১ম বর্ষ ২০১০-১১ ভর্তি পরিক্ষায় অংশ নিতে রেজিষ্টেশন করুন। রেজিষ্টেশন করতে টেলিটক মোবাইল থেকে দুইটি এস এম এস পাঠাতে হবো
১ম এস এম এস পাঠানোর জন্য টাইপ করুন  RU RAJ 12345 2010 RAJ 67890 2008 A1 FFQ

{Details information given below:
RU = Rajshahi Univrsity
RAJ = Hsc exam board (Rajshahi Board)
12345 = Hsc roll no
2010 = Hsc Passing year
RAJ = ssc exam board (Rajshahi Board)
67890 =  ssc roll no
2008 =  ssc Passing year
A1 =  Unit code
FFQ = Quata ( Freedom Fighter Quata)}
 পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

 ২য় এস এম এস পাঠানোর জন্য টাইপ করুন RU YES 876543 01*********
 {Details information given below:
RU = Rajshahi University
YES = your  Permission
876543 = Teletalk pin no
01********** = your mobile no}
পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
এস এম এস ১১ অক্টবার ২০১০ এর মধ্যে পাঠাতে হবে।  
বিস্তারিত নিয়মাবলি এই লিংক থেকে ডাউনলোড করুনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে  অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু। যে সকল   ছাত্র-ছাত্রী   ২০০৯ অথবা ২০১০   সালের    উচ্চমাধ্যমিক পরীক্ষায়   উত্তীর্ণ   হয়েছে কেবল তারাই ২৭শে সেপ্টেম্বর ২০১০ তারিখ থেকে ১৪ অক্টোবর ২০১০ ইং তারিখের মধ্যে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে।

২০০৯ সনের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রী যদি বিষয়/বিভাগ পরিবর্তনের জন্য পুনরায় ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্রসহ সংশ্লিষ্ট ইউনিটের ডিনের অনুমদোন পাওয়ার পর তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ও বোর্ডের নাম কেন্দ্রীয় ভর্তি অফিসে (প্রশাসনিক ভবন, কক্ষ নং ২১৪, ২য় তলা) জমা দেওয়ার পর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে।

একজন  আবেদনকারী চারটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

প্রথম ধাপ: (ইউনিট বাছাই)
ইন্টারনেটে এই ওয়েবসাইট থেকে প্রার্থী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইপ্সীত বিষয়/বিভাগে ভর্তির জন্য ক, খ, গ, ঘ এবং চ এই পাঁচটি ইউনিটের একটি বেছে নেবে।

দ্বিতীয় ধাপ: (আবেদনের ফি জমা রশিদ সংগ্রহ)
ওয়েবেসাইটে 'আবেদন (Apply)' লিংকে ক্লিক করে প্রার্থী উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করে প্রিন্ট নেবে। তবে জিসিই ও সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে home page এর সংশিষ্ট ইউনিটের Detailed Form লিংকে ক্লিক করে আবেদন করতে হবে

তৃতীয় ধাপ:(ব্যাংকে টাকা দেওয়া)
টাকা জমা দেওয়ার রশিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবে এবং রশিদের দুটি অংশেই আবেদনকারী স্বাক্ষর করে সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেবে।

চতুর্থ ও শেষ ধাপ: (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ)
আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রশিদে উল্লেখিত ব্যাক্তি পরিচিতি নম্বর (Personal Identification Number-PIN) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রশিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নেবে।

বিশেষ দ্রষ্টব্য:
যদি কোন আবেদনকারী ব্যাংকে টাকা জমাদানের তিন কার্যদিবস পরও পরীক্ষার প্রবেশপত্র তৈরি অবস্থায় না পায়, তাহলে সে, টাকা জমা দেওয়ার বিবরণসহ অনলাইনে, টেলিফোনে (৯৬৬৯৯৩৪)-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করবে।
  আবেদনকারীকে তার উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে নিচের ইউনিটগুলোর নামের উপর ক্লিক করে তার ইপ্সীত ইউনিট বাছাই করতে পারবে। ইউনিট সম্পর্কে সাধারণ তথ্য জানতে এখানে ক্লিক করতে হবে।।

উচ্চমাধ্যমিক অথবা সমমানের বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রী বিজ্ঞান/জীববিজ্ঞান/ফার্মেসি/আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস/ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সংশ্লিষ্ট কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে ক-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিক অথবা সমমানের মানবিক শাখার ছাত্র-ছাত্রী কলা/সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে খ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিকে অথবা সমমানের বানিজ্য শাখার ছাত্র-ছাত্রী বাণিজ্য সংশ্লিষ্ট কোন বিভাগে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে গ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিকে অথবা সমমানের যেকোন শাখার ছাত্র-ছাত্রী তার সংশ্লিষ্ট ইউনিটের বাইরে কোন বিভাগ/বিষয়ে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে ঘ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।

উচ্চমাধ্যমিকে অথবা সমমানের যেকোন শাখার ছাত্র-ছাত্রী চারুকলা সংশ্লিষ্ট কোন বিভাগে অধ্যয়ন করতে আগ্রহী হলে তাকে চ-ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে।
উৎস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে এখানে ক্লিক করুন

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক 'পাশাপাশি

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক 'পাশাপাশি'র । নাটকটি প্রতি বৃহঃস্পতি ও শুক্রবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হচ্ছে। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবু সাইয়ীদ। অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, আহমেদ রুবেল, ডাঃ এজাজুল ইসলাম, সুইটি, মীর সাবি্বর, মীম, মৌটুসী, কে. এস. ফিরোজ, আফরোজা বানু, ড. ইনামুল হক, চ্যালেঞ্জার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা হাসান, মিরানা জামান, লীনা ফেরদৌসি, সায়কা আহমেদ, নূপুর, সোনিয়া, তানভীর প্রমূখ। 'একই এ্যপার্টমেন্টের পাশাপাশি ফ্ল্যাটে বাস করে দু'টি পরিবার। ঘটনাচক্রে দুই পরিবারের বিভিন্ন সদস্যের সাথে একেকজনের সৃষ্টি হয় একেক রকম সম্পর্ক। নূরুল হক সাহেবের দুই ছেলে, এক মেয়ে। বড়ছেলে জাহিদ তার স্ত্রী শিরিনকে নিয়ে এই একই এ্যপার্টমেন্টের অন্য একটি ফ্ল্যাটে বাস করে। এ্যানি নামের ছেলের কারণে তাদের মধ্যে সৃষ্টি হয় নানা জটিলতা। এই এ্যানি আবার মোশারফ সাহেবের ছেলে আরিফের বন্ধু। ঘটনাচক্রে আরিফ বিয়ে করে ফেলে নূরুল হক সাহেবের মেয়ে ইভাকে। এই দুই পরিবারের এসব ঘটনার মধ্যে দেখা যায় অন্য একটি ঘটনা। একই এ্যপার্টমেন্টে বাস করে রঞ্জু নামের এক অদ্ভূত মানুষ। যে মাসে একবার ঘর থেকে বেরোয়। প্রাত্যহিক জীবনের দ্বন্দ্ব-বিরোধের বেড়াজাল থেকে সে নিজেকে আড়াল করে রাখতে চায়। কিন্তু, সেও জড়িয়ে পড়ে অদ্ভূত এক সম্পর্কের বন্ধনে। আর তারই বিপরীত একটি চরিত্র প্রবাল, নূরুল হক সাহেবের ছোট ছেলে, যে সব সময় ঘর ছেড়ে পালিয়ে বেড়ায়, সেও চায় সবরকম সম্পর্ক ছিন্ন করে পালিয়ে বেড়াতে, কিন্তু, যেখানেই সে যায় সেখানেই জড়িয়ে পড়ে গভীর সম্পর্কে। এসব সম্পর্কের আবর্তের মধ্যে ভিড় করে নানারকম চরিত্র_শিরিনদের ফ্ল্যাটে সাবলেট থাকতে আসা বৃষ্টি ও তার বাবা রিটায়ার্ট অংকের শিক্ষক শামসুল ইসলাম, মফস্বলের স্কুল শিক্ষিকা সুলেখা ও তার গানপাগল বাবা পিনাকী ঠাকুর এবং অসুস্থ মা চন্দ্রাণী।' 
উৎস

এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক 'নো প্রবলেম ডট কম'


এটিএন বাংলায় আগামী ০৮ নভেম্বর থেকে শুরম্ন হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'নো প্রবলেম ডট কম'। নাটকটি প্রতি রবিবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে। মানিক মানবিকের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, জেনী, শশী, নাফিজা, বাপ্পী আশরাফ, মুক্তনীল, সঞ্জীব আহমেদ প্রমুখ। 'প্রতিষ্ঠানের নাম নো প্রবলেম ডট কম। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আমরা জানতে পারি, যাবতীয় সমস্যার সমাধান আছে এই প্রতিষ্ঠানে। আপনার চাকরী হচ্ছে না? আমাদের সাথে যোগাযোগ করুন। সকল প্রকার সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও পৃথিবীর যেকোন প্রান্তে চাকরীর নিশ্চয়তা দিচ্ছি আমরা। কোন রকম জামানতের প্রয়োজন নেই। ব্যবসা করতে চান? ভালো পাটনার পাচ্ছেন না? আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিনিয়োগের শতভাগ নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করতে আমরা সচেষ্ট। জমি কিনতে চান? আমাদের কাছে আসুন। ঢাকার যে কোন স্থানে বাড়ী অথবা শপিং মল বা ইন্ড্রাষ্টির জন্য আমরা দিচ্ছি নিষ্কন্টক জমি। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেকোন ধরনের প্রতিষ্ঠানের জমির জন্য আমরাই একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিয়ে করতে চান? ভালো পাত্র পাত্রী পাচ্ছেন না? আমাদের কাছে আসুন। কুমারী থেকে বিধবা, চাকুরীজীবী থেকে ঘরোয়া, মডর্ান থেকে ধার্মিক, ব্যাচেলার থেকে বিপত্নীক, দেশী থেকে বিদেশী, আমেরিকা থেকে ইউরোপের সিটিজন সব ধরনের পাত্র পাত্রী আছে আমাদের হাতে। লটারীতে ভাগ্য ফিরাতে চান? চলে আসুন। একমাত্র আমরাই পারি আপনার মনোস্কাম পূরন করতে। আমাদের পরামর্শ গ্রহন করুন। নিমিষেই ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা। দাম্পত্য জীবনে সমস্যা? স্বামী স্ত্রীর মনোমানিল্য? এডজাষ্ট হচ্ছে না? আমাদের কাছে আসুন। অভিজ্ঞ কাউন্সিলর দিয়ে আমরা দাম্পত্য জীবনের সকল জটিলতা নিরসন করি। আমাদের সাথে আছে বিশ্বের নামকরা সব চিকিৎসক। জ্বর থেকে শুরু করে এইডস, ক্যান্সারসহ সকল রোগের আধুনিক চিকিৎসা আছে আমাদের কাছে। একইভাবে হস্তরেখা, হোমিওপ্যাথি, আয়র্ুবেদীক, কবিরাজী, টোটকাসহ যাবতীয় পদ্ধতির চিকিৎসা আছে আমাদের। এরকম সম্ভব অসম্ভব সকল সমস্যার সমাধান নিয়ে দাড়িয়ে আছে 'নো প্রবলেম ডট কম ' নামের এই প্রতিষ্ঠানটি। মূলত বেশ কিছু শিক্ষিত বেকার যুবক ও প্রবীনদের আয় রোজগারের প্রতিষ্ঠান এটি। জীবনের অনেকটা সময় চাকরী বা ব্যবসা বা টিকে থাকার সকল চেষ্টা করে যারা ব্যর্থ হয়েছে তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই 'নো প্রবলেম ডট কম'। এদের তাৎক্ষনিক সমস্যাা সমাধানের অভিনব পদ্ধতির ফলে পুরো নাটকে ঘটতে থাকে অদ্ভুত, অস্বাভাবিক কখনো কখনো অসাধারন সব মজার মজার ঘটনা। এদেরই প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়া, কল্পনা ও বাস্তবতার হাস্য রসাত্মক উপস্থাপন নাটক নো প্রবলেম ডট কম।' 

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

পিসির টেম্প ফাইল অটোমেটিক ডিলিট করুন।

টেম্প ফাইল বলতে কম্পিউটারের অপ্রয়োজনি ফাইল গুলোকে বুঝায়। মানে টেম্পোরারি ফাইল।আমরা যখন কনো কনো ফাইল বা প্রোগ্রাম রান করি তখন মেমোরিতে টেম্পরারি ভাবে একটা জায়গা দখল করে।কিন্তু প্রোগ্রামটি বন্ধ কারার পরও সেই অদরকারি ফাইল গুলো আমাদের পিসিতে জায়গা নিয়ে বসে থাকে, এই ফাইল গুলো আসলে আমাদের কনো দরকার নাই।এছারাও টেম্প ফল্ডারে অনেক সময় ভাইরাস জমা হয়।তাই এগুলো ডিলিট করে দেয়েই সবার জন্য ভালো।

টেম্প ফাইল নিজে ডিলিট করতে চাইলে এভাবে করবেন-
রান এ গিয়ে টাইপ করুন %temp% ওকে দিন। নতুন window আসবে একটা ওখানের যা আছে সব ডিলিট করে দিন।

 আজকে আমরা দেখবো কিভাবে এই ফাইল গুলো অটোমেটিক ডিলিট করা যায়।

 ১। run এ গিয়ে টাইপ করুন gpedit.msc এখন ওকে দিন।

২। এখানে যান-
ComputerConfiguration/AdministrativeTemplates/WindowsComponents/Terminal Services/Temporary

৩।নিচের লিখার উপরে রাইট ক্লিক করে properties এ যান and hit disable
“Do Not Delete Temp Folder Upon Exit”
source